চট্টগ্রাম ব্যুরো: দেশের বিভিন্ন বিভাগীয় শহরে অনুষ্ঠিত কর্মসূচির ধারাবাহিকতায় শুক্রবার (৪ ডিসেম্বর) চট্টগ্রামে সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দল। নগরীর লালদিঘী মাঠে মঞ্চ তৈরিসহ সমাবেশের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সমাবেশে বিভাগের বিভিন্ন জেলা থেকে আট দলের নেতাকর্মীরা যোগ দেবেন বলে জানিয়েছেন চট্টগ্রামের নেতারা। তাদের আশা, সমাবেশে তিন লাখেরও বেশি জনসমাগম হবে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে লালদিঘী মাঠে সমাবেশের প্রথম দফার কার্যক্রম শুরু হবে। সকাল থেকে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা চলবে। একই ময়দানে অনুষ্ঠিত হবে সালাতুল জুমাও। এরপর বিকেল ২টা থেকে শুরু হবে সমাবেশের মূল কার্যক্রম।
সমাবেশের ডাক দেওয়া আট দলের মধ্যে আছে- জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমাবেশে জাতীয় নেতাদের মধ্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির সরওয়ার কামাল আজিজী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, খেলাফত আন্দোলনের আমির হাবীবুল্লাহ মিয়াজী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান।
জানা গেছে, সমাবেশ উপলক্ষ্যে ৩০০ মাইক লাগানো হয়েছে। নগরীর লালদিঘী মাঠ থেকে উত্তরে আন্দরকিল্লা চসিক কার্যালয়, সিনেমা প্যালেস হয়ে তিন পোলের মাথা, দক্ষিণে কোতোয়ালীর মোড় থেকে নিউমার্কেট পর্যন্ত এবং শাহ আমানত মাজার হয়ে আনসার ক্লাব পর্যন্ত এলাকায় এসব মাইক লাগানো হয়েছে। গুরুত্বপূর্ণ ১৩টি স্পটে বড় পর্দায় সমাবেশের কার্যক্রম প্রচারের ব্যবস্থা করা হয়েছে। সমাবেশকে সুশৃঙ্খল রাখতে প্রায় ২ হাজার স্বেচ্ছাসেবক থাকবেন।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহানসহ আট দলের স্থানীয় নেতারা।
এদিকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান আট দলের স্থানীয় নেতাদের নিয়ে লালদিঘী মাঠে সমাবেশের সর্বশেষ প্রস্তুতি কার্যক্রম দেখতে যান।
মুহাম্মদ শাহজাহান সাংবাদিকদের বলেন, ‘সারাদেশের মতো চট্টগ্রামের সমাবেশেও জনগণের মধ্যে ব্যাপক সাড়া তৈরি করেছে। সকাল থেকে মিছিলের নগরীতে পরিণত হবে চট্টগ্রাম। লাখ লাখ মানুষের সমাগম হবে। লোকে লোকারণ্য হয়ে যাবে লালদিঘী ময়দানসহ আশপাশের এলাকা। আমাদের সব প্রস্তুতি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।’
ইসলামী আন্দোলন, চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ জান্নাতুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘লালদিঘী থেকে নিউমার্কেট হয়ে তিন পোলের মাথা, আন্দরকিল্লা পর্যন্ত এলাকায় শুধু মানুষ থাকবে। আট দলভুক্ত প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন এ সমাবেশ সফল করার জন্য। প্রত্যেক দল তাদের নেতাকর্মী, সমর্থক নিয়ে সমাবেশে যোগ দেবে। তিন লক্ষাধিক লোক হবে বলে আমাদের আশা।’