Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাইভেট প্রেসে ব্যালট পেপার না ছাপানোর আহ্বান বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ২০:১৪

বক্তব্য রাখছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান -ছবি : সারাবাংলা

ঢাকা: সরকারি ছাড়া প্রাইভেট প্রেসে ব্যালট পেপার না ছাপাতে নির্বাচন কমিশন (ইসি)-এর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি এমএম নাসির উদ্দিন-এর সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ব্যালট পেপার সাধারণত সরকারি প্রেস থেকে ছাপানো হয়। এবার আমরা শুনতে পেয়েছিলাম যে প্রাইভেট প্রেসে ছাপানো হতে পারে। এর জন্য আমরা বলেছি যে, ব্যালট পেপার যাতে কোনো প্রাইভেট প্রেসে ছাপানো না হয়।

তিনি জানান, কমিশন এ বিষয়ে আশ্বস্ত করেছে যে, এ বিষয়টি তারা ভাববে এবং সরকারি প্রেস থেকেই ব্যালট ছাপানো পরিকল্পনায় থাকবে, প্রাইভেট প্রেসে না।

বিজ্ঞাপন

অনুষ্ঠিত বৈঠকে বিএনপির স্থাযী কমিটির এ সদস্য ছাড়াও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও দলটির নির্বাচন বিষয়ক কমিটির সদস্য ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া অংশ নেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার প্রস্তুতির মধ্যে আগামী রোববার কমিশন সভা রয়েছে। অগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে ইসির। এরপর দ্বিতীয় সপ্তাহের যে কোনো দিন তফসিল ঘোষণার কথা রয়েছে।

তারেক রহমান-এর ভোটার হওয়া প্রসঙ্গে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে কখন আসছেন তা-ও চূড়ান্ত হয় নি। এরইমধ্যে ভোটারও হন নি তিনি।
জানান, দেশে ও প্রবাসে ভোটার নিবন্ধন হয়ে তালিকাভূক্ত হওয়ার সুযোগ রয়েছে।

প্রসঙ্গত: নির্বাচন করতে হলে তারেক রহমানকে ভোটার হতে হবে।

তফসিল ঘোষণার প্রস্তুতির এমন পরিস্থিতিতে কমিশন চাইলে তাকে ভোটার করার করার সুযোগ রয়েছে বলে ইতোমধ্যে জানিয়েছে ইসি। প্রবাসে ও দেশে ভোটার হওয়ার সুযোগ রয়েছে।

অন্য আরেক এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভোটার তালিকাভুক্ত হতে কোনো ধরনের সঙ্কটও নেই।

তারেক রহমানের ভোটার হওয়ার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “কোনো সঙ্কট নেই। এটা নিয়ে আলোচনারই কিছু আছে মনে করি না। তিনি তো বাংলাদেশের নাগরিক। তিনি (তারেক রহমান) ভোটার তালিকায় আইসা পড়বেন, নাম উঠানোর (ভোটার তালিকায়) জন্য সময় পার হয়ে যায় নাই তো।”

ইসি চাইলে যথাসময়ে ভোটার করার এখতিয়ারের বিষয়টি জানিয়ে তিনি বলেন, “আমরাও দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছি না। আপনারও দুশ্চিন্তাগ্রস্ত হবেন না।”

সারাবাংলা/এনএল/এসআর