Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সুলতান সালাউদ্দিন টুকু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ২০:১২ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৫ ২১:৫৮

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

টাঙ্গাইল: ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ সদর আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ৩৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মনোনয়ন ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আলহামদুলিল্লাহ। জিয়া পরিবারকে ধন্যবাদ আমার ওপর আস্থা রাখার জন্য। সর্বোপরি আমাদের নেত্রী খালেদা জিয়া সুস্থ হয় আমাদের মাঝে ফিরে আসুন আল্লাহর কাছে এই দোয়া করি। আগামীতে টাঙ্গাইল সদরে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় বর্তমান সংবেদনশীল পরিস্থিতি বিবেচনায় কেউ যেন মিছিল, শোভাযাত্রা বা উল্লাসে অংশ না নেয়। দায়িত্বশীল আচরণ বজায় রাখা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে টাঙ্গাইল সদর-কে সন্ত্রাস চাঁদাবাদ ও মাদকমুক্ত হিসেবে গড়ে তোলা হবে। সেইসঙ্গে উন্নয়নের রোল মডেল করে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। জনগণ যদি আমার ওপর তাদের আস্থা রাখে আমি অবশ্যই উন্নয়নের মাধ্যমে এর প্রতিদান দিব ইনশাল্লাহ।’

উল্লেখ্য, এর আগে গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর