Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে শিলাবৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ১০:৪৯

প্রতীকী ছবি।

ঢাকা: দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। হিমেল হাওয়ার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলে এরই মধ্যে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। ডিসেম্বরের শুরুতেই এমন পরিস্থিতিতে চলতি মাস থেকে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সাম্প্রতিক ৩ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয় ডিসেম্বর ২০২৫ থেকে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দেশে ৩ থেকে ৮টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ হতে পারে। এর মধ্যে ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহে (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) রূপ নিতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, এই সময়ে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কখনও কখনও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

বিজ্ঞাপন

এ ছাড়া ফেব্রুয়ারির শেষার্ধে দেশের কিছু এলাকায় শিলাবৃষ্টি ও বজ্রঝড় হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর