Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবির অভিযানে ৪১ কেজি গাঁজা উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৬ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৫ ১৫:১৪

ঘিবা সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ৪১ কেজি গাঁজা উদ্ধার করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। ছবি: সারাবাংলা

বেনাপোল: যশোরের ঘিবা সীমান্তে বিশেষ অভিযানে ৪১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর ঘিবা বিওপির একটি টহল দল ঘিবা ৭নং পূর্বপাড়া বরইবাগান সংলগ্ন মাঠে অবস্থান নেয়।

এর কিছুক্ষণ পর আনুমানিক ১১টা ৩০ মিনিটে দিকে টহল দল দেখতে পায় যে, কয়েকজন চোরাকারবারি মাথায় বস্তা নিয়ে ভারত সীমান্তের দিক থেকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করছে। তারা বরইবাগানের নিকটবর্তী হলে বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় চোরাকারবারিরা মাথার বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পরে বস্তাগুলো জব্দ করে খুলে এর ভেতর থেকে ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। বস্তাগুলো থেকে মোট ৪১ কেজি গাঁজা পাওয়া যায়। ওই গাঁজার সর্বমোট বিক্রি মূল্য ১ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা।

উদ্ধারকৃত গাঁজা মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান দমনে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় নিয়মিতভাবে অভিযান চালিয়ে বিজিবি মাদকদ্রব্যসহ চোরাচালানের বিভিন্ন মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর