Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ড্র—৪৮ দলের বিশ্বকাপে কে কোন গ্রুপে?

স্পোর্টস ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৫ ০১:০৭ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৫ ০১:০৮

অনুষ্ঠিত হলো ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র

ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে হতে যাচ্ছে বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়ে গেল আজ। ওয়াশিংটনে হয়ে যাওয়া এই ড্র শেষে কে কোন গ্রুপে পড়েছে, এক নজরে দেখে নেওয়া যাক সেটাই।

এখন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ৩ স্বাগতিক দেশসহ মোট ৪২ দেশ নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। মূল পর্বে বাকি আছে আরও ৬ স্পট। ইউরোপ থেকে ৪ ও আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে আরও ২ দেশ খেলবে বিশ্বকাপের মূল পর্বে।

ওয়াশিংটনে রাত ১১টায় হয়ে গেল বিশ্বকাপের ড্র। ৪ট পটে ছিল ১২টি করে দল। প্রতি পট থেকে একটি করে দল নিয়ে সাজানো হয়েছে ১২টি গ্রুপ।

বিজ্ঞাপন

ড্র শেষে নিশ্চিত হয়েছে এবারের বিশ্বকাপের ১২টি গ্রুপ। চলুন দেখা নেওয়া যাক কোন গ্রুপে কে কার প্রতিপক্ষ।

গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি।

গ্রুপ বি : কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ।

গ্রুপ সি : ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি।

গ্রুপ ডি : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি

গ্রুপ ই : জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর, কুরাসাও।

গ্রুপ এফ : নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি

গ্রুপ জি : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড।

গ্রুপ এইচ : স্পেন, সৌদি আরব, উরুগুয়ে, কেপ ভার্দে

গ্রুপ আই : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২

গ্রুপ জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান

গ্রুপ কে : পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ১

গ্রুপ এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা

বিজ্ঞাপন

মোদি-পুতিন বৈঠক: কে কী পেল
৬ ডিসেম্বর ২০২৫ ০০:৫৬

আরো

সম্পর্কিত খবর