Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাচোলে ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ১৬:০৮

দুর্ঘটনায় বিধ্বস্ত মোটরসাইকেলটি।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসাদুজ্জামান রুবেল (২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ১০ মিনিটের দিকে নেজামপুর-হাটবাকইল সড়কের বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল রাজশাহীর তানোর উপজেলার চৈতপুর গ্রামের আমিনুল ইসলাম হায়দারের ছেলে।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বাঁশবাড়িয়া এলাকায় একটি ভ্যানের সঙ্গে রুবেলের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাচোল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর ভ্যানচালক ভ্যানটি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আওয়ামী ভোট টানতে মরিয়া সব দল
২৬ জানুয়ারি ২০২৬ ২৩:৫৯

আরো

সম্পর্কিত খবর