ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে ঢাকায় এসে সরাসরি এভারকেয়ার হাসপাতালে ছুটে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শাশুড়ির সঙ্গে আড়াই ঘণ্টা সময় কাটানোর পর শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে হাসপাতাল ত্যাগ করেন তিনি।
হাসপাতালের ভেতরে খালেদা জিয়ার পাশে অবস্থানকালে জুবাইদা চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। দলীয় সূত্র জানায়, তিনি খালেদা জিয়ার চলমান চিকিৎসার অগ্রগতি, প্রয়োজনীয় মেডিকেল সাপোর্ট এবং বিদেশে নেওয়ার প্রস্তুতি নিয়ে পূর্ণাঙ্গ আপডেট নেন।
হাসপাতালের সামনে জুবাইদার আগমনের খবর জানাজানি হলে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ সেখানে ভিড় করতে থাকে। তবে নিরাপত্তাজনিত কারণে তাকে ঘিরে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ হয়নি।
বিএনপি সূত্র বলছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরিবার এবং দলের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তে ডা. জুবাইদা দ্রুত দেশে ফিরেছেন। তার উপস্থিতিতে চিকিৎসা–সংক্রান্ত সিদ্ধান্তগুলো আরও গতি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এভারকেয়ার থেকে বের হয়ে জুবাইদা ধানমন্ডির বাসার উদ্দেশে রওনা দেন।