Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বাংলাদেশ লেবার পার্টি

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৮ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৫ ১৭:০৪

দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ছবি: সারাবাংলা

ঢাকা: দীর্ঘদিন বিএনপির সঙ্গে জোটে থাকা বাংলাদেশ লেবার পার্টি বিএনপির সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ২টায় নয়া পল্টনে দলীয় কার্যালয়ে দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান ডা. ইরান।

তিনি বলেন, ‘আন্দোলন–নির্বাচন–সরকার গঠন একসঙ্গে করার প্রকাশ্য প্রতিশ্রুতি ভঙ্গ করে তারেক রহমান চিহ্নিত চাঁদাবাজ, হত্যা মামলার আসামী, দুর্নীতিবাজ, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী ও বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দিয়েছেন। আমরা শুনেছি, বিএনপি টাকার বিনিময়ে অযোগ্য, ফ্যাসিবাদী শক্তির দোসর এবং অনৈতিক ব্যক্তিদের মনোনয়ন দিয়ে হাজার কোটি টাকার মনোনয়ন বাণিজ্যে লিপ্ত হয়েছে। এমন কর্মকাণ্ড বিএনপির নৈতিক নেতৃত্বকে সম্পূর্ণভাবে প্রশ্নবিদ্ধ করেছে এবং তাদের রাজনৈতিক চরিত্রকে আরও দুর্বল করেছে।’

বিজ্ঞাপন

ডা. ইরান বলেন, ‘বেগম খালেদা জিয়ার চরম সংকটকালে, যখন তার সবচেয়ে বেশি দৃঢ় রাজনৈতিক ঐক্য ও বন্ধুত্বের প্রয়োজন ছিল, ঠিক সেই সময় বিএনপির মিত্রদের সঙ্গে এমন আচরণ কেউই প্রত্যাশা করেনি। এ আচরণ রাজনৈতিক অমর্যাদা ও অকৃতজ্ঞতার এক বেদনাদায়ক নজির হয়ে থাকবে। ইতোপূর্বেও আওয়ামী লীগ যখন জোট সুসংহত করেছে বিএনপি তখন দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামীকে মাইনাস করতে ২০ দলীয় জোটকে ভেঙে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘লেবার পার্টির নির্বাহী কমিটি মনে করে শরিকদের প্রতি অবজ্ঞা, অদূরদর্শী সিদ্ধান্ত, নীতিহীন মনোনয়ন প্রক্রিয়া এবং বেঈমানীপূর্ণ আচরণের মধ্য দিয়ে বিএনপি নিজেকে বন্ধুহীন, বিশ্বাস ভঙ্গ ও নেতৃত্বহীন দলে পরিণত করেছে। এমন কর্মকাণ্ডে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব উন্মোচিত হয়েছে। ভবিষ্যতে কোনো রাজনৈতিক শক্তিই তাদের ওপর আস্থা রাখতে পারবে না- এ দায় সম্পূর্ণ বিএনপির।’

ডা. ইরান বলেন, আজ থেকে বাংলাদেশ লেবার পার্টি বিএনপির সঙ্গে সকল রাজনৈতিক সম্পর্ক, জোটগত সহযোগিতা ও ভবিষ্যৎ সমন্বিত কর্মসূচি থেকে সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন করল।

সভায় লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, মো. মোসলেম উদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, মুফতি তরিকুল ইসলাম সাদি, মো. হেলাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ রুম্মান সিকদার, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম, প্রচার সম্পাদক মো. মনির হোসেন খান, দফতর সম্পাদক মো. মিরাজ খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার, কেন্দ্রীয় সদস্য মাসুদ আলম পাটোয়ারী, ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন বক্তব্য দেন।

উল্লেখ্য, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বিএনপির কাছে ঝালকাঠি-১ আসনে মনোনয়ন চেয়েছিলেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ওই আসনে বিএনপি তাদের নিজ দলের প্রার্থী রফিকুল ইসলাম জামালের নাম ঘোষণা করায় দলটি এমন সিদ্ধান্ত নিয়েছে।

সারাবাংলা/এমএমএইচ/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর