টাঙ্গাইল: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইল সদর উপজেলার সব মসজিদে একযোগে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের চারাবাড়ী বাজার জামে মসজিদে জুম্মা নামাজ আদায় ও দোয়ায় অংশ নেন টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহতায়ালার কাছে দোয়া করে টুকু বলেন, দেশের মানুষকে তিনি এতটা ভালোবাসেন যে, বিগত স্বৈরাচার সরকারের আমলে এত নির্যাতনের পরেও তিনি জনগণের পক্ষে ও বাংলাদেশের পক্ষে অবিচল ছিলেন। বেগম জিয়া দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। তার বিরুদ্ধে কোনো অন্যায়-অপকর্মের নজির নেই। ভালো কাজ ও দেশের ক্রান্তিকালে অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ভূমিকার কারণেই তার জন্য সারাবিশ্বে আজ দোয়া করা হচ্ছে। তার সুস্থতা কামনায় জুম্মার নামাজের পর টাঙ্গাইল সদর উপজেলার সকল মসজিদে একযোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দোয়া মাহফিলে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।