Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় পিস্তল ও ওয়ানশুটার গান উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ১৮:৪২

অভিযানে দুইটি পিস্তল, এক‌টি ওয়ান শুটার গান, গু‌লি, দেশীয় চাকু ও হাসুয়া উদ্ধার করা হয়। ছবি: সারাবাংলা

কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসায় বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি পিস্তল ও এক‌টি ওয়ানশুটার গান উদ্ধার করেছে সেনাবাহিনী।

বৃহস্প‌তিবার (৪ ডিসেম্বর) গভীর রা‌তে উপজেলার ওসমানপুর ইউনিয়‌নের ৩নং ওয়া‌র্ডের ওসমানপুর কলপাড়া গ্রা‌মে এ অভিযান পরিচালনা করা হয়৷

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মেহেদীর নেতৃত্বে কু‌ষ্টিয়া সেনা ক‌্যা‌ম্পের রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি ইউনিটের এক‌টি দল শুক্রবার দিবাগত গভীর রা‌তে ওসমানপুর গ্রামে অভিযান প‌রিচালনা ক‌রে। এ সময় দুইটি পিস্তল, এক‌টি ওয়ান শুটার গান, গু‌লি, দেশীয় চাকু ও হাসুয়া উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার(৫ ডি‌সেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে খোকসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন বলেন, রাতে সেনাবা‌হিনীর অভিযা‌নে ওসমানপুর গ্রামের আসাদুজ্জামানের বাড়ির পাশ থেকে অস্ত্র উদ্ধার করে থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে। তবে এই ঘটনায় কেউ আটক হয়নি। এ বিষ‌য়ে মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর