Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৮

আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নুরুজ্জামান। ছবি: সারাবাংলা

ফরিদপুর: ফরিদপুর চিনিকলের ৫০ তম আখ মাড়াই মৌসুম উদ্বোধন করা হয়েছে। আখ মাড়াই মৌসুম উদ্বোধন উপলক্ষ্যে মধুখালীতে চিনিকলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ৪টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নুরুজ্জামান।

ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদের সভাপতিত্বে বক্তব্য দেন ইউএনও রওশনা জাহান, চীফ ক্যামিস্ট আনিচুল আজম প্রমুখ।

ফরিদপুর চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মাদ আনিস উজ্জামান জানান, এ মৌসুমে মাঠে ৪ হাজার ৭শ ৫৪ একর দন্ডায়মান আখের উপর নির্ভর করে ৯০ দিনে ৯০ মেট্রিকটন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে চলতি মৌসুম উদ্বোধন করা হচ্ছে। চিনি রিকভারীর হার ধরা হয়েছে শতকরা ৬ ভাগ। ৮৬ হাজার আখ হতে প্রাপ্ত চিনির পরিমান ধরা হয়েছে ৫ হাজার ১৬০ মেট্রিকটন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, ‘সরকার চিনি শিল্পকে এগিয়ে নিতে নানা প্রদক্ষেপ গ্রহন করেছেন। চিনি কলগুলো আধুনিকায়নে জন্য চিনি উৎপাদনকারী উন্নত দেশের সঙ্গে আমরা যোগাযোগ করছি। শুধু তাই নয়, আখ চাষীদের কথা বিবেচনায় রেখে অনলাইনে পেমেন্টের ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো রকম ভোগান্তি ছাড়াই চাষীরা তাদের পাওনা বুঝে পায়।’