সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামে মা কুকুরকে বিষ দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর ফলে পরিত্যক্ত মাদ্রাসার ভেতরে পড়ে থাকা তার সাতটি বাচ্চা চারদিন দিন ধরে অনাহারে মৃত্যুর সঙ্গে লড়ছে। এই ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দেবনগর মাঝেরপাড়া জামে মসজিদের পাশে একটি পরিত্যক্ত মাদ্রাসা ভবনে কুকুরের বাচ্চাগুলো ছটফট করছে। স্থানীয়দের কেউ কেউ চেষ্টা করলেও পর্যাপ্ত খাবার ও চিকিৎসা না পেয়ে তাদের অবস্থা দিনে দিনে আরও খারাপ হচ্ছে।
স্থানীয় বাসিন্দা সেলিনা বেগম বলেন, গত ১ ডিসেম্বর বিকেলে দেখি মা কুকুরটা দাঁড়াতে পারছে না, গা দুলছে। কষ্ট সহ্য করতে না পেরে পরে পানির গর্তে লাফ দিয়ে পড়ে মারা যায়। তখনই বুঝলাম হয়তো বিষ দেওয়া হয়েছে। তারপর থেকেই বাচ্চাগুলো এভাবে পড়ে আছে। আমরা মাঝে মাঝে চালের গুড়া করে খেতে দিচ্ছি। আমিও গরিব মানুষ—আমার পক্ষে নিয়মিত খাওয়ানো সম্ভব না। এমন মৃত্যু কেউই চায় না। কে বা কারা কুকুরটিকে বিষ দিয়েছে সেটা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
আরেক বাসিন্দা মাসুম বিল্লাহ বলেন, ‘বাচ্চাগুলোর কান্না সহ্য করা যাচ্ছে না। কিন্তু আমরা সাধারণ মানুষ। বাঁচাতে কী করব বুঝতে পারছি না ‘
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনু হক বলেন, ‘বিষ প্রয়োগে প্রাণী হত্যার বিষয়টি আইনত দণ্ডনীয়। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সাতক্ষীরা লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, ‘ঘটনার বিষয়ে আমি খোঁজ নিচ্ছি। দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’
সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এফ এম মান্নান কবীর জানান, ‘বাচ্চাগুলো দীর্ঘসময় অনাহারে থাকলে ডিহাইড্রেশনে দ্রুত মারা যেতে পারে। এখনই স্থানীয়ভাবে খাবার ও পানি দেওয়া প্রয়োজন। প্রাথমিক চিকিৎসা দরকার হলে সেটা আমরা দিতে পারব।’