Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ১৯:২২ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৫ ১৯:২৫

সিংহ। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সিংহটি এখন পর্যন্ত কাউকে আঘাত করেনি।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমাদের মাঠ এরিয়ার একটি খাঁচা থেকে একটি সিংহ পৌনে ৫টার দিকে বাইরে বের হয়। এতে আতঙ্কের কিছু নেই। সিংহটি খাঁচার পাশে শুয়ে আছে। আমাদের একাধিক গানম্যান পজিশন নিয়ে আছে। একটু মুভ করলেই শুট করে নিয়ন্ত্রণ করতে পারবে।’

সিংহটি বের হওয়ার হলো কিভাবে- প্রশ্নে চিড়িয়াখানার পরিচালক বলেন, ‘হয়তোবা তালা লাগানো হয়নি। কারণ কোথাও কোনো গ্রিল ফাঁকা বা ভাঙা এ রকম কিছু নেই। দরজা দিয়ে বের হওয়ার সম্ভাবনা বেশি।‘

বিজ্ঞাপন

চিড়িয়াখানার উপ-পরিচালক বেগম মানছুরা হাছিন বলেন, ‘দুই লেয়ারের খাঁচা। এক লেয়ার থেকে বের হয়েছে, আরেক লেয়ারে আটকা আছে। তবে দর্শনার্থীদের এরিয়ায় বের হয়নি। তাই দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা নেই। সিংহটিকে নেট দিয়ে ধরে খাঁচার ভেতরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

সারাবাংলা/এমএইচ/এইচআই