Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে চিকিৎসাসেবায় ফ্রি-মেডিক্যাল ক্যাম্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৯

রোগী দেখছেন ডা. মোছা. সুলতানা রাজিয়া লাকি। ছবি: সারাবাংলা

নীলফামারী: নীলফামারীতে আবুল হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের আয়োজনে এবং নিউ এভারকেয়ার স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় শুক্রবার (৫ ডিসেম্বর) ফ্রি-মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল নয়টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের হরতকিতলা বাজার এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

নীলফামারী জেনারেল হাসপাতালের শিশু বিভাগের কনসালটেন্ট ডা. মো. আব্দুল আউয়াল, একই হাসপাতালের প্রসুতি, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মোছা. সুলতানা রাজিয়া লাকি, দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি মেডিসিন, এ্যাজমা ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডা. মো. রিয়াসাদ মাহবুব ও ঢাকাস্থ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের রেসিডেন্ট চিকিৎসক ডা.নৃপেন্দ্র নাথ মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন।

বিজ্ঞাপন

নিউ এভারকেয়ার স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক বিপ্লব ইসলাম ও আবুল হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক দুলাল হোসেন জানান, ক্যাম্পে ৮০০ রোগীর পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থাপত্র দেওয়া হয় এছাড়াও ৫০০ জনের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

উল্লেখ্য, গুণগত মান ও প্রযুক্তি নির্ভর পাঠদানের প্রতিশ্রুতি নিয়ে আসছে শিক্ষাবর্ষ থেকে শিক্ষাকার্যক্রম শুরু করছে আবুল হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল।

সারাবাংলা/জিজি