Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবীণ ফটো সাংবাদিক রফিক এনায়েত আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৭ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৯

প্রবীন ফটোসাংবাদিক রফিক উদ্দিন এনায়েত।

ঢাকা: বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সদস্য ও কয়েকবারের কার্যনির্বাহী কমিটির সদস্য, প্রবীন ফটোসাংবাদিক রফিক উদ্দিন এনায়েত (৬১) মারা গেছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন যাবত তিনি শারীরিক জটিল অসুস্থতায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও অনেক শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মরহুমকে নোয়াখালীর হাতিয়া পৌরসভার চর কৈলাশ গ্রামে তার নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুম রফিক উদ্দিন এনায়েত দীর্ঘদিন পেশাদার ফটো সাংবাদিকতার সঙ্গে ইংরেজি দৈনিক সংবাদপত্র নিউ নেশন ও বাংলার চোখ-এ (নিউজ এজেন্সি) কর্মরত ছিলেন এবং তার কর্মজীবনে সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার মাধ্যমে সহকর্মীদের কাছে সম্মান অর্জন করেছেন।

বিজ্ঞাপন

তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিঃস্বার্থভাবে পরিচালনা করেছেন, যার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি এ কে এম মহসীন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদার মরহুমের রূহের মাগফিরাত কামনা করছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর