Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার মাজায় গামছা বেঁধে নেমেছি: মুফতি আমির হামজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ২১:২৬

বক্তব্য দিচ্ছেন জামায়াত নেতা মুফতি আমির হামজা। ছবি: সারাবাংলা

কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, ‘আমি কোরআনে ২৫ জন নবীর দোয়া পড়েছি। তারা প্রত্যেকেই রাষ্ট্রক্ষমতা চেয়েছেন। এবার মাজায় গামছা বেঁধে নেমেছি কার্যকর করব ইনশাল্লাহ। যদি দেশের ৩০০ এমপির মধ্যে ১৫১ জন কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারি, তাহলে এতদিন যা বলেছি, তা সংসদে বাস্তবায়ন করব।’

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে শহর জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমির হামজা আরও বলেন, ‘‘আমরা জানিই না ভোট কেমন করে দিতে হয়। আমরা কুষ্টিয়ার দায়িত্ব এমনিতেই নিতে চাইনি। এখন অনেকেই ফতোয়াবাজি করছে। প্রতিদিনই ফোন আসেছে, ‘আপনি লাইন মতো না থেকে বেলাইনে গেলেন কেন? আপনার লাইন ছিল কোরআন প্রচার করা, হঠাৎ এই রক্ত-পিচ্ছিল পথে এলেন কেন।’”

বিজ্ঞাপন

সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম অভিযোগ করে বলেন, ‘নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি দল গত পাঁচ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা বিদায়ের পরই দ্রুত নির্বাচনের দাবি তুলেছিল। অথচ এখন বলছে—নির্বাচন পিছিয়ে গেলে তাদের কোনো সমস্যা নেই। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের একটি সংস্থা জরিপ করেছে।’

কর্মী ও সুধী সমাবেশে শহর জামায়াতের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, সাবেক আমির অধ্যক্ষ আলী মহসিন, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল সুজাউদ্দিন জোয়ারদার, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডিপি মোস্তাকুর রহমান জাহিদসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর