ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়া বা নির্বাচন প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘নির্বাচন দেশের জনগণের অধিকার, আর খালেদা জিয়া সারাজীবন সেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্যই সংগ্রাম করে এসেছেন।’
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক সেমিনারে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।
আমীর খসরু বলেন, ‘খালেদা জিয়ার অসুস্থতা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। গণতান্ত্রিক নির্বাচন এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি লড়াই করেছেন তিনি। নির্বাচন যেন ভোটের মাধ্যমে জনগণই ঠিক করতে পারে—এটাই ছিল তার মূল চাওয়া।’
তিনি জানান, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি বিএনপি ও পরিবারের পক্ষ থেকে সম্পন্ন করা হয়েছে। চিকিৎসকদের সবুজ সংকেত পেলেই তাকে লন্ডনে নেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন, তবে এর সঙ্গে জাতীয় নির্বাচন পেছানোর কোনো বিষয় জড়িত নয়। গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং নির্বাচনের স্বচ্ছ প্রক্রিয়ার দাবি — এগুলোই বেগম জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের মূল মূল্যবোধ।’
বিএনপির এই নীতিনির্ধারক নেতা আরও উল্লেখ করেন, খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলকভাবে নানা অপপ্রচার চালানো হচ্ছে, যা জনগণ ভালোভাবেই বুঝতে পারছে।
তিনি বলেন, ‘গণতন্ত্র নিয়ে বিএনপির আন্দোলন অব্যাহত রয়েছে এবং থাকবে। নির্বাচন যেন সময়মতো, অংশগ্রহণমূলক ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়—এটাই আমাদের প্রত্যাশা।’
সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও দাবি করেন, জনগণ আজ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুত, তাই কোনো অজুহাতে নির্বাচন বিলম্ব বা অনিশ্চয়তা সৃষ্টি করা উচিত নয়। এ ক্ষেত্রে বেগম জিয়ার অসুস্থতাকে টেনে আনা রাজনৈতিকভাবে সঠিক নয়।
বিএনপির শীর্ষ এই নেতা বলেন, ‘দেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন এবং জনগণের অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে খালেদা জিয়া সারাজীবন সংগ্রাম করেছেন। তার অবস্থার সঙ্গে নির্বাচন পেছানোর দাবি যুক্ত করা সম্পূর্ণ অযৌক্তিক।’
তিনি আশা প্রকাশ করেন, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর দোয়া এবং চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টায় বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন।