৩৬ বছরের অপেক্ষা শেষে ২০২২ বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরেছিলেন তারা। লিওনেল মেসি জাদুতে কাতারের লুসাইল স্টেডিয়ামে সোনালি ট্রফি ছুঁয়ে দেখার স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা। ৪ বছর পর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আবারও বিশ্বকাপের মঞ্চে মাঠে নামার অপেক্ষায় আকাশী নীল জার্সিরা। গত রাতে হয়ে যাওয়া বিশ্বকাপের ড্রয়ে গ্রুপ জে তে পড়েছে লিওনেল স্কালোনির দল।
৪৮ দলের বিশ্বকাপে এবার গ্রুপ থাকছে ১২টি। র্যাংকিংয়ের হিসেবে পট-১ এ ছিল আর্জেন্টিনা। প্রথমেই তাদের নাম ওঠে, জায়গা হয় গ্রুপ জে তে।
এরপর দ্বিতীয় দল হিসেবে মেসিদের গ্রুপে জায়গা হয় ইউরোপের দেশ অস্ট্রিয়ার। তৃতীয় দল হিসেবে মেসিদের সঙ্গী হয় আফ্রিকার দেশ আলজেরিয়া। শেষ দল হিসেবে গ্রুপ জে তে জায়গা করে নেয় এশিয়ার দেশ জর্ডান।
১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু মেসিদের বিশ্বকাপ মিশন। পরের ম্যাচ ও গ্রুপ পর্বের ম্যাচগুলোর ভেন্যু ও সময়সূচি এখনো ঘোষণা করেনি ফিফা।