রেকর্ড ৫ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন তারা। ব্রাজিল অবশ্য ২০০২ সালের পর থেকে এখনো শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি। ‘হেক্সা’ মিশনে ২০২৬ বিশ্বকাপে আবারও মাঠে নামবে সেলেসাওরা। আসন্ন বিশ্বকাপে গ্রুপ সিতে পড়েছে কার্লো আনচেলত্তির দল।
র্যাংকিংয়ের শীর্ষ ভাগে থাকায় ড্রয়ে পট-১ এ পড়েছিল ব্রাজিল। প্রথম ভাগেই তাই গ্রুপ সিতে জায়গা করে নেয় নেইমার-ভিনিসিয়াসের দল।
পট-২ থেকে ব্রাজিলের সঙ্গী হয় গত বিশ্বকাপে চমক দেখানো আফ্রিকার দেশ মরক্কো। পট-৩ থেকে এই গ্রুপে স্থান পায় শেষ দিনের নাটকীয়তায় বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটা ইউরোপের দেশ স্কটল্যান্ড।
শেষ দল হিসেবে গ্রুপ সিতে জায়গা পেয়েছে কনকাকাফ অঞ্চলের দ্বীপ রাষ্ট্র হাইতি। ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের হেক্সা মিশন শুরু করবে ব্রাজিল।
অন্য সব গ্রুপের মতো ব্রাজিলের গ্রুপ পর্বের সব ম্যাচের সূচি ও ভেন্যুও ঘোষণা করা হবে।