Saturday 06 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ১২:১৭ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৫ ১২:৩০

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

ঢাকা: নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার একটি বাসায় গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সোনারগাঁও পাটাত্তা গ্রামে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—আলাউদ্দিন (৩৫), দুই মেয়ে শিফা আক্তার (১৪), সিমলা আক্তার (৪) ও আলাউদ্দিনের মা জরিনা বেগম (৬৫)

দগ্ধ আলাউদ্দিনের বোন সালমা আক্তার জানান, তার ভাই মা ও ভাইয়ের দুই মেয়ে ওই বাসার নিচতলায় ভাড়া থাকে। ভোরে তার ভাই আলাউদ্দিন ওয়াশরুমে যায়। এ সময় তাদের রান্না ঘরে বিকট শব্দে বিস্ফোরন ঘটে। তার ভাই রুমে ঢুকতেই আগুনে ঝলসে যায়। এ সময় ঘরে থাকা তিনজন দগ্ধ হয়। বাইরে থেকে তাদের দরজা বন্ধ থাকায় দ্রুত বের হতে পারেনি। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসে।

বিজ্ঞাপন

সালমা জানান, ধারনা করা হচ্ছে, রান্না ঘরে গ্যাসের চুলা বিস্ফোরনে হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সকালে নারায়নগঞ্জের একটি বাসায় গ্যাসের চুলার আগুন থেকে ৪জন দগ্ধ হয়। তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হযেছে। এদের মধ্যে আলাউদ্দিনের ৪০ শতাংস, শিফার ১২ শতাংস, শিমলার ৩০ শতাংস, জরিনা বেগমের ২০শতাংস দগ্ধ হয়েছে। চারজনকে ওয়ার্ডে ভর্তি রাখা রয়েছে।

সারাবাংলা/এসএসআর/এনজে