ব্রাজিল-আর্জেন্টিনা লড়াইকে বলা হয় ‘সুপার ক্লাসিকো’। কোপা আমেরিকা, লাতিন অঞ্চলের বাছাইপর্বে নিয়মিত দেখা হলেও বিশ্বকাপে কালেভদ্রেই দেখা হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। এবারের বিশ্বকাপেও মূল পর্বে খেলবে লাতিন আমেরিকার দুই পরাশক্তি। গত রাতের গ্রুপ পর্বের ড্রয়ের পর আবার উঠেছে সেই পুরনো প্রশ্ন, বিশ্বকাপে কি মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা?
২০২৬ বিশ্বকাপের ড্র শেষে সি গ্রুপে পড়েছে ব্রাজিল। গ্রুপে তাদের সঙ্গী মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পড়েছে গ্রুপ জে তে। এখানে তাদের বিপক্ষে লড়বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।
আর্জেন্টিনা ও ব্রাজিল নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারলে সেমিফাইনালের আগে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। দুই দেশ নিজ নিজ গ্রুপের রানার্সআপ হিসেবে পরবর্তী রাউন্ডে উঠলেও সেমিফাইনালের আগে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই।
কিন্তু একটি দল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী রাউন্ডে ওঠে এবং অন্য দলটি গ্রুপে রানার্সআপ হয়ে পরবর্তী রাউন্ডে ওঠে, তাহলে ফাইনালের আগে ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই।
তৃতীয় স্থানে থাকা সেরা ৮টি দলের মধ্যে থেকে পরবর্তী রাউন্ডে উঠলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী টুর্নামেন্টের ঠিক কোন পর্যায়ে গিয়ে মুখোমুখি হতে পারে, সেটা জানা যাবে গ্রুপ পর্বের শেষে গিয়েই।
বিশ্বকাপে এখন পর্যন্ত মোট ৪ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা। এর মধ্যে ২ বার জয় পেয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা জিতেছে একটি ম্যাচ, একটি ম্যাচ হয়েছে ড্র।