ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ, মুগদা, মান্ডা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। প্রচলিত নির্বাচনী ধারা থেকে বের হয়ে তিনি ভোটার ও সমর্থকদের কাছে চেয়েছেন এক ভিন্ন ধরনের সহায়তা— টাকা নয়, চাই সময়, শ্রম ও দক্ষতা।
শনিবার (৬ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে তাসনিম জারা জানান, নির্বাচনী প্রচারে আইন অনুযায়ী ব্যয়ের সীমা ২৫ লাখ টাকা হলেও বাস্তবে অনেকেই কয়েক কোটি টাকা পর্যন্ত খরচ করেন এবং শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে ভুল তথ্য প্রদান করেন। তিনি স্পষ্ট করে বলেন, এই “অসততা ও মিথ্যার রাজনীতি”র অংশ হতে চান না।
তিনি লিখেছেন, ‘আমি ঢাকা-৯ আসনে এনসিপির মনোনয়নের জন্য আবেদন করেছি। আইনে যেটুকু অনুমতি আছে— তার বাইরে আমি এক টাকাও খরচ করব না।’
তার ভাষ্য, সীমিত বাজেটে নির্বাচন করা অসম্ভব—এমন কথা অনেকেই বললেও তিনি বিশ্বাস করেন, স্বচ্ছতা আর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এটি করা সম্ভব। তাই নির্বাচন শুরুর আগ থেকেই কত টাকা পাওয়া হচ্ছে এবং কোথায় ব্যয় হচ্ছে, তা নিয়মিত প্রকাশ করারও অঙ্গীকার করেন তিনি।
তাসনিম জারা জানান, অর্থ বা পেশিশক্তির ওপর নির্ভর না করে সততার ভিত্তিতে একটি নির্বাচন কীভাবে সম্ভব, সেটির উদাহরণ গড়ে তুলতে চান তিনি। আর এজন্যই দরকার মানুষের অংশগ্রহণ। অন্য প্রার্থীরা যে কাজগুলো টাকা দিয়ে করান, সেগুলো তিনি করতে চান সাধারণ মানুষের স্বেচ্ছাসেবী সহায়তায়।
তার উদ্যোগে তৈরি করা হয়েছে একটি স্বেচ্ছাসেবী ফরম, যেখানে জানানো যাবে কে কোনভাবে ক্যাম্পেইনে যুক্ত হতে চান। তিনি জানান, ঢাকা-৯ এলাকার বাসিন্দা বা দেশের যেকোনো স্থানে থাকা ব্যক্তি এমনকি প্রবাসীরাও এই প্রচারণায় যুক্ত হতে পারবেন।
সহায়তার সম্ভাব্য ক্ষেত্রগুলো হলো—
– গ্রাফিক ডিজাইন
– ভিডিও শুট বা এডিট
– উঠান বৈঠকের আয়োজন
– ফান্ড সংগ্রহে সহায়তা
– বাসায় বাসায় গিয়ে প্রচার কার্যক্রমে অংশগ্রহণ
এ ছাড়াও আগ্রহীরা নিজেদের দক্ষতা অনুযায়ী যে কোনো সহায়তার প্রস্তাব করতে পারবেন।
তাসনিম জারা বলেন, ‘আমি চাই এবারের নির্বাচন হোক আপনাদের নিজেদের নির্বাচন। আমরা একটি টিম গড়ব, প্রশিক্ষণ দেব এবং ধাপে ধাপে সবাইকে যুক্ত করব। সততার সঙ্গে রাজনীতি করা যে সম্ভব—আমরা একসাথে সেটি প্রমাণ করব।’
তার বিশ্বাস, রাজনীতি যদি দুর্নীতি, পেশিশক্তি ও মিথ্যার বাইরে বেরিয়ে জনগণের হাতে ফিরে আসে, তাহলে দেশের সম্ভাবনা বেড়ে যাবে অসীম।
স্বেচ্ছাসেবী ফরমের লিংক: https://forms.gle/V4rLVK7fHAwNL2AY6