কুমিল্লা: বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, ‘মুরাদনগর এসে শুনলাম জামায়াতে ইসলামীর প্রার্থী বলছেন তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে তিনি নাকি সবার যাবতীয় কাজগুলো করে দেবেন এবং কোরআনের শাসন কায়েম করবেন। কোরআনের শাসন কায়েম করতে হলে তো আগে নিজের ভেতর কোরআনের শাসন কায়েম করতে হবে।’
তিনি শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় কুমিল্লার মুরাদনগর উপজেলার পীর কাসিমপুর রাইছাতুন নেছা উচ্চ বিদ্যালম মাঠে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মোনাজাত পরিচালনা করার সময় বলেন, তারেক জিয়ার বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র করা হচ্ছে। তাকে যেন আল্লাহ হেফাজত করেন।
মুরাদনগরের আকবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মো. মহিউদ্দিন অঞ্জন।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মো. আক্তারুজ্জামান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এফ এম তারেক মুন্সী ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মীর সৈয়দ তৌফিক আহমেদ।
দোয়া মাহফিলে মুরাদনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। দোয়া মাহফিলে খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করে আল্লাহ দরবারে বিশেষ মোনাজাত করা হয়।