Saturday 06 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী আন্দোলনের এমপি হবে জনগণের খাদেম: আনোয়ার খাঁন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ১৯:১৮

কুষ্টিয়া-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আনোয়ার খাঁনের মোটর সাইকেল শোভাযাত্রা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আনোয়ার খাঁন বলেছেন, ‘খোকসা–কুমারখালীর জনগণই এবার হবে এমপি, আর এমপি হবে জনগণের খাদেম। সবার প্রাপ্য অধিকার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ। এ কারণেই মানুষ এবার হাতপাখা প্রতীকে ভোট দেবে। গত ৫৪ বছরে যা হয়নি, ইনশাল্লাহ এবার তা বাস্তবায়িত হবে।’

শনিবার (৬ ডিসেম্বর) নির্বাচনি মোটরসাইকেল শোভাযাত্রায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আনোয়ার খাঁন আরও বলেন, ‘আপনারা জানেন ৮টি ইসলামী দল এক হয়েছে। ইসলামের মধ্যে ভেদাভেদ নেই ইসলাম এক। ৮টি দল থেকে যাকে নমিনেশন দেবে আমরা সবাই মিলে তাকে জয়ী করব। দুর্নীতিতে জিরো টলারেন্স ইসলামী আন্দোলনের। এজন্য এবার মানুষ ইসলামী আন্দোলনকে চাচ্ছে।’

বিজ্ঞাপন

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা সেক্রেটারি জি এম তাওহীদ বলেন, খোকসা–কুমারখালী আসন ইসলামী আন্দোলনের শক্ত ঘাঁটি। দলের সিদ্ধান্ত অনুযায়ী এই আসন থেকে যদি আলহাজ্ব আনোয়ার খাঁন মনোনয়ন পান, তাহলে তার বিজয় নিশ্চিত। সাধারণ মানুষের চাহিদা এখন আলহাজ্ব আনোয়ার খাঁন।

মোটরসাইকেল শোভাযাত্রাটি খোকসার গোপালপুর হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমারখালীর লাহিনী বটতলায় এসে শেষ হয়। শোভাযাত্রায় কর্মী-সমর্থকরা হাতপাখার পক্ষে স্লোগান দেন এবং প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা সহসভাপতি ডা. দেওয়ান আব্দুল খালেক, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. এ. হাসিব গোলদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

গুগল সার্চে হিট ভারতের তারকারা
৬ ডিসেম্বর ২০২৫ ১৯:০২

আরো

সম্পর্কিত খবর