Saturday 06 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতকর্মী পরিচয়ে চাঁদাবাজি, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ২০:১০ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৫ ২০:২৭

প্রতীকী ছবি।

বগুড়া: বগুড়া সদরের হিন্দুপল্লীতে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৫০০ টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। একইসঙ্গে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিলে করলে আরও সুবিধা দেওয়া হবে-এমন অভিযোগে এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে সদরের বেলাইল হিন্দুপল্লীতে এ ঘটনা ঘটে।

এদিকে বগুড়া শহর জামায়াতের নেতারা বলছেন, আটক হওয়া ব্যক্তি জামায়াতের কেউ না। তার সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক নেই। এদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন, মোকসেদ নামের এক ব্যক্তিকে প্রতারণার অভিযোগে আটক করা হয়েছে।

গ্রেফতার হওয়া মো. মোকসেদ আলী বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়নের ইসলামপুর হরিগাড়ী উত্তর পাড়ার বাসিন্দা। এলাকাবাসীর অভিযোগ, মোকসেদ আলী এলাকায় জামায়াতের কর্মী হিসেবে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করতে গিয়ে বয়স্ক ভাতা দেওয়ার নামে ৫০০ টাকা করে চাঁদা নেন।

বিজ্ঞাপন

জানা গেছে, শনিবার দুপুরে বগুড়া সদরের হিন্দুপল্লীতে গিয়ে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৫০০ করে টাকা নেওয়ার অভিযোগ উঠে মোকসেদ আলীর বিরুদ্ধে। একই সঙ্গে তিনি দাঁড়িপাল্লায় ভোট দিলে করলে আরও সুবিধা দেওয়া হবে এমন প্রতিশ্রুতি দেন ভোটারদের। পরে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। ঘটনাটি চাঞ্চল্য সৃষ্টি করেছে।

এলাকাবাসী জানান, কয়েকদিন আগে জামায়াতকর্মী মোকসেদ বেলাইল হিন্দুপল্লীতে গিয়ে বয়স্ক ও বিধবা নারীদের সরকারি ভাতা করে দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে ছবি ও ভোটার আইডি নিয়ে যান। অনলাইনের কাজের জন্য তিনি জনপ্রতি ৫০০ টাকা করে নেন। টাকা নেওয়ার সময় হিন্দুপল্লীর ভোটারদের জামায়াতের নির্বাচনি প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য প্রলুব্ধ করেন। বিষয়টি জানাজানি হওয়ার প্রেক্ষিতে মোকসেদ তার এক পরিচিত ব্যক্তিকে নিয়ে ফের ঘটনাস্থলে আসেন। এসময় সবাই তাকে ঘিরে ধরলে তিনি কয়েকটি অনলাইনে আবেদনের কপি ফেরত দেন। এই ঘটনায় হৈচৈ শুরু হলে অনেকেই ঘটনাটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন।

হিন্দুপল্লীর বাসিন্দারা জানান, জামায়াতকর্মীর পরিচয় দিয়ে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার নামে মোকসেদ আলী নামের ব্যক্তি প্রতিজনের নিকট থেকে ৫০০ টাকা করে চাঁদা নেন। তারা বলেন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে বয়স্ক ভাতার সঙ্গে আরও সুবিধা দেওয়া হবে এমন কথা বলেন। এরআগে এই ঘটনা এলাকায় জানাজানি হলে বগুড়া পৌরসভার ১৪নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি নূরে আযম আটক করা মোকসেদ আলীর নিকট থেকে টাকা নিয়ে এলাকাবাসীদের ফেরত দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার বাসিন্দা ও শ্রমিক কল্যান ফেডারেশনের নেতা বলেন, ‘মোকসেদ আলী আসলে মানসিক রোগী। আপনারা মিডিয়াকর্মী। মোকসেদ আলীকে জিজ্ঞাসা করুন। আসল ঘটনা বেরিয়ে আসবে।’

বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আসম আব্দুল মালেক জানান, আটক হওয়া ব্যক্তি জামায়াতের কেউ না। তার সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক নেই।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, প্রতারণার অভিযোগে সদরের বেলাইল হিন্দুপল্লী থেকে মোকসেদ আলী নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি প্রতারণা করে ওই এলাকা থেকে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার নামে চাঁদা তোলেন। এ অভিযোগে তার বিরুদ্ধে প্রতারণার মামলা করা হবে।