বাগেরহাট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিনাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও বাগেরহাট-৩ আসনের দলীয় প্রার্থী মোল্যা রহমতুল্লাহ বলেছেন, এই জেনারেশন রাজনৈতিক কালচারের পরিবর্তন চায়। তারা হত্যা-গুম-দখলবাজি ও রাহাজানি চায় না। যারা পুনরায় ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাদের জায়গা দিল্লিতেও হবে না।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় শাপলা কলি প্রতীকের নির্বাচনি লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন। পৌর শহরের শাহাদাতের মোড় থেকে তিনি এ প্রচারণা শুরু করেন। এ সময় তিনি শহরের বিভিন্ন দোকানপাট ও পথচারীদের মাঝে তার নির্বাচনি প্রচারণার লিফলেট বিতরণ করেন। প্রচারণাকালে তার সঙ্গে ছিলেন এনসিপির স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা।
মোল্যা রহমতুল্লাহ বলেন, মাঠে নেমে ব্যাপক সাড়া পাচ্ছি। এর আগে বুঝতে পারিনি যে আমাদের এতো সমর্থন রয়েছে। মানুষ আমাদের সাদরে গ্রহণ করছে। আমরা রাজনৈতিক দল গঠন করেছি জনগণের প্রত্যাশা পূরণে। যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল তাদের জায়গা এখন দিল্লিতে, এদেশের মাটিতে হয়নি। যদি কেউ পুনরায় ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে তাদের জায়গা দিল্লিতেও হবেনা। ফ্যাসিবাদের রাজনীতি যদি কেউ ফিরিয়ে আনার চেষ্টা করে তাহলে তা কঠোর হাতে প্রতিহত করা হবে।