Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিফা বিশ্বকাপ ২০২৬
গ্রুপ পর্বে আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন, কোথায়?

স্পোর্টস ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৫ ১০:৫৯ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ ১১:২৬

বিশ্বকাপের গ্রুপ জে তে পড়েছে আর্জেন্টিনা

৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরেছিলেন তারা। লিওনেল মেসির আর্জেন্টিনা এবারের বিশ্বকাপেও নামবে ফেভারিট হিসেবেই। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব ও পুরো টুর্নামেন্টের বিস্তারিত সূচি প্রকাশ করেছে ফিফা।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লাতিন অঞ্চল থেকে সবার আগে নিশ্চিত করেছিল বিশ্বকাপের মূল পর্বে খেলা। পট-১ এ থাকা আর্জেন্টিনা ৫ ডিসেম্বরের ড্র শেষে এবার পড়েছে জে গ্রুপে। গ্রুপে তাদের প্রতিপক্ষ আফ্রিকার দেশ আলজেরিয়া, ইউরোপের দেশ অস্ট্রিয়া ও এশিয়ার দেশ জর্ডান।

লিওনেল মেসিদের বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশ সময় ১৭ জুন সকাল ৭টা। আর্জেন্টিনা-আলজেরিয়ার ম্যাচটির ভেন্যু যুক্তরাষ্ট্রের কানসাস সিটি।

বিজ্ঞাপন

বিশ্বচ্যাম্পিয়নদের পরের দুটি ম্যাচ ডালাসে। ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা, ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত ১১টায়।

আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৮ জুন। জর্ডানের বিপক্ষে তাদের ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল ৮টায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর