বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল তারা। রেকর্ড ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল খেলেছে আগের সবকয়টি বিশ্বকাপ। সেই রেকর্ড বজায় রেখে এবারও লাতিন অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে সেলেসাওরা।
এবারে বাছাইপর্বে খুব একটা ভালো ফর্মে ছিল না ব্রাজিল। পুরো বাছাইজুড়েই ধুঁকতে থাকা ব্রাজিল সরাসরি বিশ্বকাপের মূল পর্বের টিকিট পেতেই হিমশিম খেয়েছে। শেষ পর্যন্ত ৫ম স্থানে থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে কার্লো আনচেলত্তির দল।
৫ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্বকাপের ড্রয়ে ব্রাজিল পড়েছে গ্রুপ সিতে। গ্রুপে তাদের প্রতিপক্ষ আফ্রিকার দেশ মরক্কো, ইউরোপের দেশ স্কটল্যান্ড ও কনকাকাফ অঞ্চলের দেশ হাইতি।
বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ নিউইয়র্কের নিউজার্সিতে, বাংলাদেশ সময় ১৪ জুন। ভোর ৪টায় তাদের প্রতিপক্ষ মরক্কো।
ব্রাজিলের পরের ম্যাচ ২০ জুন হাইতির বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ফিলাডেলফিয়ায়, বাংলাদেশ সময় সকাল ৭টায়।
গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচ ২৫ জুন। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হবে মায়ামিতে, বাংলাদেশ সময় ভোর ৪টায়।