Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসভিত্তিক কর্মসূচি কম থাকায় ছাত্রদলের সাফল্য কম: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১২:৩৬ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ ১৪:১২

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্যাম্পাসে ছাত্রদলের কর্মকাণ্ড দৃশ্যমান না থাকায় সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নির্বাচনে সংগঠনটি প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি।

রোববার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীতে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের পদচারণা বাড়াতে হবে। সেভাবে কর্মসূচি দেখা না যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে আমরা ভালো করতে পারিনি।”

তিনি ছাত্রদলকে নতুন চিন্তা, নতুন কাঠামো ও আধুনিক রাজনৈতিক ধারা অনুযায়ী পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

বিজ্ঞাপন

বিএনপির ‘দেশ গড়ার কর্মসূচি’ প্রসঙ্গে দলটির মহাসচিব বলেন, এটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিজস্ব ভাবনার প্রতিফলন।

তিনি জানান, নতুন বাংলাদেশ গড়তে দেড় বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা দলটি এগিয়ে নিচ্ছে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এখন নতুন করে সেই প্রতিষ্ঠানগুলো আলোকিত করার চেষ্টা চলছে।

মির্জা ফখরুল আরও বলেন, সাইবার যুদ্ধের যুগে অপপ্রচার মোকাবিলায় সক্ষমতা না বাড়ালে বিএনপি কাঙ্ক্ষিত রাজনৈতিক লড়াইয়ে পিছিয়ে পড়বে।

ধর্মের নামে বিভাজন সৃষ্টির অভিযোগ তুলে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় ধর্ম দিয়ে বিভাজন নয়— বাংলাদেশকেই আগে জায়গা দিতে হবে। এ ক্ষেত্রে ছাত্রদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে বলেও তিনি মন্তব্য করেন।

৩১ দফা রাজনৈতিক কর্মসূচি নিয়ে মির্জা ফখরুল বলেন, গ্রামে এগুলো পুরোপুরি পৌঁছায়নি। তবে নতুন দেশ গড়ার কর্মসূচি তৃণমূলে পৌঁছাতে পারলে সফলতা নিশ্চিত হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর