Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৪:০৯ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ ১৫:৩২

মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন।

‎ঢাকা: সিন্ডিকেট প্রথা বাতিল ও মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করাসহ নানা দাবিতে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনের নিচের সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছে মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীরা। এর ফলে যান চলাচল বন্ধ রয়েছে সেখানে।

‎রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার পর আন্দোলনকারীরা সড়ক অবরোধ করেন।

‎‎এর আগে রোববার সকাল থেকেই ব্যবসায়ীরা আমদানি শুল্ক কমানোসহ ৬ দফা দাবিতে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেন। এ সময় পুলিশ ভবনটির চারপাশ ঘিরে রাখে।

‎শনিবার (৬ ডিসেম্বর) ‘মোবাইল বিজনেস কমিনিউটি বাংলাদেশ’ সংগঠনটি অনির্দিষ্টকালের জন্য সারা দেশের মোবাইল দোকান বন্ধের ঘোষণা দিয়েছিল।

বিজ্ঞাপন

‎ব্যবসায়ীদের দাবি, এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। তাদের অভিযোগ- নতুন এই নিয়মের ফলে শুধু একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে। বাড়তি করের চাপে গ্রাহক পর্যায়েও মোবাইল সেটের দাম বেড়ে যাবে।

‎‎আন্দোলনরত মোবাইল ব্যবসায়ীদের ৬ দফা দাবিগুলো হলো:

  • স্মার্টফোন আমদানির অনুমতির শর্ত হিসেবে মোবাইল আমদানিকারকদের সঙ্গে স্থানীয় স্মার্টফোন প্রস্তুতকারকদের সঙ্গে বাধ্যতামূলক চুক্তির নিয়ম বাতিল করা।
  • বৈষম্যমূলক বাজার নিয়ন্ত্রণ দূর করতে ক্ষুদ্র, মাঝারি ও বিভিন্ন মোবাইল ব্যবসায়ীর জন্য আমদানি শুল্ক ১৫ শতাংশ করা।
  • বেসরকারি এবং স্থানীয় স্মার্টফোন প্রস্তুতকারকদের অর্থায়ন বাতিল করে সরকারের নিজস্ব অর্থায়নে এনইআইআর বাস্তবায়ন করা।
  • সারাদেশে ব্যবসায়ীদের কাছে থাকা অবিক্রীত মোবাইল ফোন বিক্রির জন্য শর্ত আরোপ না করা বা পর্যাপ্ত সময় দেওয়া।
  • এনইআইআর বাস্তবায়নের আগে গ্রাহক এবং বিক্রেতা পর্যায়ে কার্যকরের প্রক্রিয়ার ধারণা দিতে ডেমো বা টিউটোরিয়াল ভিডিও প্রকাশ করা এবং কমপক্ষে ছয় মাস পরীক্ষামূলক কার্যক্রম চালানো।
  • বিটিআরসির ভেন্ডর এনলিস্টমেন্ট প্রক্রিয়াটি সহজ ও দ্রুত সময়ে কার্যকর নিশ্চিত করা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর