Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমদানির খবরে হিলিতে পেঁয়াজ কেজিতে কমেছে ৩০ টাকা

লোকাল করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৫:২৮ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ ১৫:৩০

হিলির পেঁয়াজ ব্যবসায়ী।

হিলি: ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরের প্রভাবে দিনাজপুরের হিলি স্থলবন্দর বাজারে দেশি পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩০ টাকা।

রোববার (৭ ডিসেম্বর) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, মোকামে দাম কমায় খুচরা বাজারেও দাম কমেছে। এই পরিস্থিতিতে সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।
বর্তমানে দেশি কাটা পেঁয়াজ প্রতি কেজিতে ৩০ টাকা কমে ৮০ টাকা এবং দেশি শুকনো পেঁয়াজ ২০ টাকা কমে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে, আমদানিকারকরা ভারত থেকে পেঁয়াজ আনার জন্য সকল প্রস্তুতি শেষ করেছেন।

বাজারের ক্রেতা আরমান হোসেন জানান, দেশে পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয়। তিনি সরকারের কাছে আরও বেশি পরিমাণ পেঁয়াজ আমদানির অনুরোধ জানান। তার মতে, দেশি পেঁয়াজ ৫০-৬০ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ৩০ টাকা কেজির মধ্যে থাকলে জনগণের উপকার হবে।

বিজ্ঞাপন

পেঁয়াজ ব্যবসায়ী মইনুল ইসলাম আহমেদ নিশ্চিত করেন, আমদানির খবরে দেশের বিভিন্ন মোকামে পেঁয়াজের দাম কমেছে। ফলে তারাও কম দামে কিনে কম দামে খুচরা বাজারে বিক্রি করতে পারছেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর