Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৫:৪২ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ ১৭:০৬

পাংশায় বীর মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানের সীমানার বেড়ায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় বীর মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানের সীমানার বেড়া রাতের আঁধারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর কবরস্থানে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের ওয়াক্তে মসজিদে মুসুল্লিরা নামাজ পড়তে আসলে গোরস্থানে আগুন দেখতে পান। পরে মসজিদের মাইকে আগুন লাগার ঘটনা জানালে স্থানীয়রা এসে নেভান।

তারাপুর জামে মসজিদের মুয়াজ্জিন ও ওই কবরস্থানের কেয়ারটেকার শহিদুল ইসলাম বলেন, ‘আমি ফজরের আযান দেওয়ার জন্য যাচ্ছিলাম তখন কবরস্থানে আগুন দেখতে পাই। এরপর মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয় লোকজন ও হেফজখানার ছাত্ররা এসে আগুন নিভিয়েছেন। এটা পরিকল্পিত ও নাশকতামূলক।’

বিজ্ঞাপন

বাহাদুরপুর ইউনিয়ন মুক্তিযুদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক মো. সমশের আলী বলেন, ‘এটা স্বাধীনতা বিরোধীদের কাজ। যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, এটা তারা করেছে। আমরা এমন ঘটনার জন্যই কী দেশ স্বাধীন করেছিলাম। এ ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) (ওসি) আব্দুল গণি বলেন, ‘এরই মধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, কেউ পরিকল্পিতভাবে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবর স্থানের সীমানার বেড়ায় আগুন দিয়েছে।’

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ‘পুড়ে যাওয়া সীমানা বেড়া দ্রুত সংস্কার করা হবে। এর পাশাপাশি যারা আগুন লাগানোর সঙ্গে জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর