Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকদের সঙ্গে টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৪২

টাঙ্গাইল: টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, আমি টাঙ্গাইলের মাটি ও মানুষের জন্য কাজ করতে চাই। আমি এখানে জনপ্রিয় হতে আসি নাই। আমি যে কাজগুলো করতে চাই সেখানে কিছু মানুষ আমার বিপক্ষে থাকবে, আমি তাদের বিরুদ্ধে থাকব।

তিনি বলেন, জেলার মাদক নির্মূলের পাশাপাশি সন্ত্রাস, চুরি, ডাকাতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। এ ছাড়া সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে কেউ যেন হয়রানি করতে না পারে সে বিষয়গুলো লক্ষ্য রেখে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের মানুষকে নিয়ে কাজ করতে চাই। সে জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ পিপিএম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর