Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে তোপের মুখে এবি পার্টির ফুয়াদ, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৮ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৫

বরিশালে তোপের মুখে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

বরিশাল: ‎বরিশালের বাবুগঞ্জের মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে ছাত্রদলের তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় তাকে ঘিরে ‌‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন নেতাকর্মীরা।

‎রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যান ব্যারিস্টার ফুয়াদ। এর পরপরই ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। এ সময় স্লোগান দিতে শোনা যায়, ‘ফুয়াদের দুই গালে, জুতা মারো তালে; ফুয়াদের চামড়া, তুলে নেব আমরা।’

বিজ্ঞাপন

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন। পরে ছাত্রদলের পক্ষ থেকে ব্যারিস্টার ফুয়াদকে বাবুগঞ্জে ‌‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়।

‎ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্লোগানের মুখে ব্যারিস্টার ফুয়াদ কিছুটা বিচলিত ও অসহায় অবস্থায় সহযোগীদের সহায়তায় দ্রুত ওই স্থান থেকে সরে যাচ্ছেন।

‎বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল-আমিন বলেন, ‘‘সেতু উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি (ফুয়াদ) বাবুগঞ্জের সাধারণ নাগরিকদের ‘চাঁদাবাজ’ বলে অপপ্রচার করেছেন এবং চীনা কোম্পানির কাছে চাঁদা চেয়েছেন; এমন অভিযোগ তুলে তিনি গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন; যা অত্যন্ত অশোভনীয়। এ বিষয়ে আমরা স্থানীয় সাধারণ নাগরিকরা প্রতিবাদ জানিয়েছি।’’

‎স্থানীয় বাসিন্দা কালাম বলেন, ‘ফুয়াদ একটি মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছিলেন। তাই এলাকাবাসী জোটবদ্ধ হয়ে তাকে প্রতিহত করেছে।’

‎এ বিষয়ে জানতে ব্যারিস্টার ফুয়াদ’র মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর