কুষ্টিয়া: ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার তিন যুবকের দাফন সম্পন্ন হয়েছে। জানাজা শেষে একই কবরস্থানে পাশাপাশি তিনটি কবরে তাদের দাফন করা হয়।
শনিবার দিবাগত রাতে ফরিদপুর–ভাঙ্গা–বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে বাসের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন।
নিহতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকি ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার করিম মন্ডলের দুই ছেলে সুমন (২৫) ও রিমন (১৪) এবং একই এলাকার শাহিন মোল্লার ছেলে আশিক মোল্লা (২২)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয়রা জানান, সুমন ও রিমন তাদের বোনের শ্বাশুড়ির মরদেহ দেখতে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
নিহত সুমন ও রিমন পেশায় ফার্নিচার মিস্ত্রি ছিলেন এবং আশিক মোল্লা ঢাকায় উবার চালক হিসেবে কর্মরত ছিলেন।