নীলফামারী: অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভাষা শিক্ষা ও প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাবে বিদেশে বাংলাদেশিদের বেতন অন্য দেশের শ্রমিকদের তুলনায় ৭৫ শতাংশ পর্যন্ত কম। অনেক ক্ষেত্রে বাংলাদেশিদের ৫-৭ গুণ বেশি টাকা খরচ করে বিদেশে যেতে হয়। এটিকে তিনি রাষ্ট্রীয় ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিদ্যালয়টির সাবেক কৃতী শিক্ষার্থী হিসেবে তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘গত ৬০ বছরে বাংলাদেশের শিক্ষায় অসাধারণ পরিবর্তন ঘটেছে, বিশেষ করে নারী শিক্ষার ব্যাপক অগ্রগতি হয়েছে। এখন গ্রামাঞ্চলের অধিকাংশ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অর্ধেকের বেশি নারী।’
তবে শিক্ষা খাতে বরাদ্দ নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, ‘শিক্ষাখাতে মোট বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ থাকা প্রয়োজন। শুধু অর্থ বরাদ্দ করলেই হবে না, বরং সঠিক ব্যবহারের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।’
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অতীতে শিক্ষকদের বেতন-ভাতা কম ছিল, বর্তমানে কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির ওপর আরও জোর দিতে হবে। এক সময় লেখাপড়া ছাড়াই অনেক ক্ষেত্রে পাস করিয়ে দেওয়ার প্রবণতা ছিল। বর্তমানে সে অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা চলছে।’
তিনি আরও বলেন, ‘মানবসম্পদই দেশের সবচেয়ে বড় সম্পদ। তাই জনসম্পদকে দক্ষ করে গড়ে তুলতে জিডিপির কমপক্ষে ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা জরুরি।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইয়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম), ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তনিমা জামান তন্বী, মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু প্রমুখ।