Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ৬৪ লাখ টাকার সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৩১

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষ থেকে চেক হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা: সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চুয়াডাঙ্গা সার্কেলের পক্ষ থেকে মঞ্জুরিকৃত চেক হস্তান্তর করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের সদস্যদের হাতে ৬৪ লাখ টাকার চেক তুলে দেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম তারিক উজ জামান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘মোটরসাইকেল চালক ও আরোহীদের আরও সচেতন হতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলাচল করতে হবে। অবৈধ ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানো কোনোভাবেই কাম্য নয়। দক্ষ চালকের অভাবে এবং সাধারণ জনগণের অসচেতনতার কারণে সড়কে মূল্যবান জীবন ঝরে যাচ্ছে। জেলা প্রশাসক উন্নত বিশ্বের সড়ক ব্যবস্থাপনার উদাহরণ টেনে বলেন, দুর্ঘটনা কমাতে চালক ও যাত্রী উভয়কেই সচেতন ও দক্ষ হতে হবে এবং দেশের জনগণকে সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে হবে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিআরটিয়ের সহকারী পরিচালক লিটন বিশ্বাস ও মোটরযান পরিদর্শক নাহিদ হাসান, চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ.কে.মঈন উদ্দীন মুক্তা, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মামুন উর রশীদ টনিক, বাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এম.জেনারেল, টিআই প্রশাসন আমিরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ অন্যান্যরা।

বিআরটিএ সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ১২ জন নিহতের পরিবার এবং আহত ২ জনের পরিবারের সদস্যদের মধ্যে এই ৬৪ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর