Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ত্রাস-চাঁদাবাজি ও মাদকের সঙ্গে কোনো আপস নেই: মির্জা আব্বাস

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ২০:৫৪ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৫ ০০:৪৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘মাদকসেবীর সংখ্যা বেড়েছে। একজন মাদকসেবী শুধু পরিবারের নয়, সমাজের সমস্যা। আপনাদের যেকোনো সমস্যায় আমাকে কল দিবেন, কথা দিচ্ছি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। মনে রাখতে হবে, সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের সঙ্গে কোনো আপস নেই।’

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মালিবাগ আবুজর গিফারী কলেজ কনফারেন্স রুমে ১২ নং ওয়ার্ডের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং এলাকার মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা আব্বাস বলেন, আজকে খেলার মাঠ নেই, বিনোদনের জায়গা নেই, মুরব্বিদের সময় কাটানোর জন্য কোন ক্লাব নেই।  আওয়ামী লীগ খেলার জায়গাসহ সবকিছু দখলে নিয়ে দালান বানিয়ে ফেলেছে। আমি নির্বাচিত হলে এগুলো মুক্ত করব। আমি এসব ক্ষোভ থেকেই বলছি। আমি যেখানে মাঠ ও বিনোদনের জায়গা দিয়েছিলাম, সেগুলোও সব দখলে নিয়েছে এই আওয়ামী লীগ। আসল কারণ হচ্ছে, যারা এ এলাকার নন, তাদের এই এলাকার প্রতি মায়া থাকবে না।

তিনি আরও বলেন, ‘ভোট পাওয়ার জন্য মিথ্যা আশ্বাস দেই না। ভোটের পর অনেককে খুঁজে পাওয়া যায় না। আমার সেই সুযোগ নেই। আমি এলাকারই সন্তান।’
বিএনপির এই নেতা বলেন, ‘আজকে ১৭ বছর পর এই কলেজে আসলাম। আসার সময় দেখলাম অনেক কিছুই লণ্ডভণ্ড হয়ে গেছে। শেষ করে দিয়েছে। বিভিন্ন স্থাপনা দখল করা হয়েছে। এ এলাকায় আগে মাদক ছিলো না। মাদক সিন্ডিকেট অনেক বড়। তবুও তা নির্মূল করতে হবে। এতে এলাকাবাসী আমাকে সহযোগিতা করবেন।’
তিনি বলেন, ‘ঢাকা মহানগরকে জলাবদ্ধমুক্ত করতে খাল দখল মুক্ত করতে হবে। বিভিন্ন জলাশয় আজ দখল হয়ে গেছে। ময়লা পানি বের হওয়ার জায়গা বন্ধ হয়ে গেছে। এগুলোকে মুক্ত করতে হবে।’
অনুষ্ঠানে সাবেক কমিশনার সাজ্জাদ জহিরের সভাপতিত্বে মহানগর দক্ষিণ বিএনপি নেতা ফজলে রুবায়েত পাপ্পুর সঞ্চালনায় এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বক্তব্য দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর