Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় অবৈধ অস্ত্র-মাদক তৈরির সরঞ্জামসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ২৩:৩৭

আটক আসামিরা। ছবি: সংগৃহীত

কুমিল্লা: কুমিল্লার তিতাসে যৌথবাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও মাদক তৈরির সরঞ্জামসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি রামদা ও ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

রোববার (৭ ডিসেম্বর) বিকেল এই তথ্য নিশ্চিত করেন তিতাস থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মফিজ উদ্দিন।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস-মাদক নির্মূলে সেনাবাহিনী স্থানীয় প্রশাসনের সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় সকালে তিতাস উপজেলার শাহাপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

অভিযানে শাহাপুরের একটি স্থাপনা থেকে ৯ মি.মি পিস্তল, গুলি, রামদা ও ইয়াবা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে যৌথবাহিনী।

পরে উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সামগ্রী তিতাস থানায় হস্তান্তর করা হয়।

তিতাস থানার ওসি (তদন্ত) মফিজ উদ্দিন বলেন, ‘আটকদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অস্ত্র ব্যবসার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর