Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাইব্যুনালে বিএনপি নেতা ফজলুর রহমানের হাজিরা আজ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১১:২৮

অ্যাডভোকেট ফজলুর রহমান।

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে বিএনপি নেতা ও কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি আজ (সোমবার) অনুষ্ঠিত হবে।

সোমবার (৮ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল শুনানি ও আদেশ দেবেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে গত ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল বিষয়টি শুনানি নিয়ে ফজলুর রহমানকে শোকজ নোটিশ জারি করে এবং আজ সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়। একই আদেশে তাকে নিজের সব শিক্ষাগত যোগ্যতার সনদ এবং বার কাউন্সিলের সনদ সঙ্গে আনার নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষে ওইদিন শুনানিতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। এদিকে অভিযোগের পর ফজলুর রহমান লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেছেন বলে গত ৩ ডিসেম্বর সাংবাদিকদের জানান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম।

এর আগে, গত ২৬ নভেম্বর ট্রাইব্যুনাল-১ এ ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

বিজ্ঞাপন

মেঘনা গ্রুপে কাজের সুযোগ
৮ ডিসেম্বর ২০২৫ ১১:০১

আরো

সম্পর্কিত খবর