ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “যে দলের কোনো নীতি বা আদর্শ নেই, তারা কেবল ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চায়। জনগণ ইতোমধ্যেই তাদের মুখোশ উন্মোচিত করেছে। বিনা পরিশ্রমে জান্নাতে পৌঁছানোর প্রলুব্ধি দেওয়ার চেষ্টার কোনো মূল্য নেই, বরং এটি জনসাধারণকে বিভ্রান্ত করার চরম উদাহরণ।”
সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আরও বলেন, “যারা ধর্ম ব্যবসায়ী তাদের দাবি, এই মার্কায় ভোট দিলে সরাসরি জান্নাতে যাওয়া যাবে। কিন্তু এই ইহকালের বাস্তবতা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের কোনো বক্তব্য তাদের নেই। জনগণ ইতোমধ্যেই এসব বোঝে।”
তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমাদের জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে হবে। তাদের উন্নয়ন, অর্থনৈতিক মুক্তির জন্য স্পষ্ট পরিকল্পনা তুলে ধরতে হবে। গ্রামে গিয়ে এই কৃষি কার্ডকে কৃষকের মুক্তির সনদ হিসেবে পরিচয় করাতে হবে।”
বক্তব্যে তিনি দলের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার মহান ঘোষক ও শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করে বলেন, “গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, বাংলাদেশকে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা— এগুলো ছিল জিয়াউর রহমান, খালেদা জিয়া ও বিএনপির অবদান।”
সালাহউদ্দিন বলেন, “আজকাল সোশ্যাল মিডিয়ায় চরিত্র হনন ও রাজনৈতিক হনন বেশি হচ্ছে। তাই এই প্রভাব মোকাবিলায় শক্তিশালী প্রতিক্রিয়া দিতে হবে। বিদেশ থেকে কিছু মানুষ যেন নিজেদের জ্ঞানের জাহাজ মনে করে, বাকিদের মুখ্য ভাবে— এই ধরনের প্ররোচনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
উল্লেখ্য, এই কর্মসূচির মাধ্যমে বিএনপি দেশের সাধারণ মানুষের মতামত সংগ্রহ করে ভবিষ্যৎ নির্বাচনি ইশতাহার প্রণয়নের ভিত্তি তৈরি করছে।