Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন শাহাদাত হোসেন সেলিম

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৫০

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) একাংশের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম

ঢাকা: বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) একাংশের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম তার দল বিলুপ্ত ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এসে তিনি বিএনপিতে যোগদান করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী শাহাদাত হোসেন সেলিমকে দলে বরণ করে নেন।

এ সময় আমীর খসরু বলেন, ‘সেলিমের যোগদান লক্ষ্মীপুর-১ আসনে দলের নির্বাচনি প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।’

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহাদাত হোসেন সেলিম—এ তথ্য আগেই জানিয়েছিল বিএনপি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর