Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেডিকেল ভর্তি পরীক্ষা
১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১৮:২৫ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৫ ১৯:০৭

ছবি: সংগৃহীত

ঢাকা: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে দেশের সব মেডিকেল অনলাইন ও অফলাইনে কোচিং সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে।

সোমবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন এ তথ্য নিশ্চিত করেছেন।

অধিদফতর জানিয়েছে, আগামী ১২ ডিসেম্বর সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। গত শিক্ষাবর্ষে এমবিবিএস পরীক্ষা হয়েছিল ১৭ জানুয়ারি এবং বিডিএস ২৮ ফেব্রুয়ারি। তার তুলনায় এবার পরীক্ষা মাসাধিককাল এগিয়ে আনা হয়েছে, ফলে প্রস্তুতির সময়ও কমেছে উল্লেখযোগ্যভাবে।

বিজ্ঞাপন

এদিকে, ভর্তি পরীক্ষার আগে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের আসনসংখ্যায় বড় পরিবর্তন এনেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। আগে সরকারি ৩৭ মেডিকেলে আসন ছিল ৫ হাজার ৩৮০টি। নতুন সমন্বয়ের ফলে ১৪ মেডিকেলে কমেছে ৩৫৫ আসন, আর ৩ মেডিকেলে বাড়ানো হয়েছে ৭৫টি। সব মিলিয়ে সরকারি খাতে ২৮০টি আসন কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০০।

বেসরকারি ৬৬ মেডিকেলে কমানো হয়েছে আরও ২৯২ আসন। ফলে বেসরকারি মেডিকেলের আসনসংখ্যা নেমে এসেছে ৬ হাজার ১টিতে।

বিজ্ঞাপন

শেষ রাউন্ডে ঢাকার প্রথম জয়
৮ ডিসেম্বর ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর