ঢাকা: নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচন পরিচালনা ম্যানুয়াল ছাপানো এখনও শেষ হয়নি।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।
ম্যানুয়াল ছাপানোর কারণ হিসেবে সচিব জানান, এখনও তিনটা বিষয় আইন লেজিসলেটিভ ডিভিশন থেকে আমরা পাইনি। আরপিও লাস্ট অ্যামেন্ডমেন্ট-যেটা নির্বাচন পরিচালনা বিধিমালা ও রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার সংশোধনী এই তিনটা এখনও আমরা হাতে পাইনি। এগুলো পেলেই ম্যানুয়ালগুলো প্রিন্টিংয়ে দেওয়া যাবে।
নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তিনি আরও বলেন, আমাদের অবস্থানগতভাবে যে প্রস্তুতিটা ছিল তা চূড়ান্ত এবং আপনারা জানেন যে, ভোটার তালিকা চূড়ান্ত করে লিংক দেওয়া হয়েছে উপজেলা পর্যন্ত, এখন সেই লিংক অনুযায়ী তারা কাজ করছেন। আর বাকি কিছু কাজ আছে যেমন- রেজিস্ট্রেশনের পরবর্তীতে আইসিপিভি এবং আপনার ওসিভি ওয়াটারমার্ক করে ভোটার তালিকাগুলোকে ফাইনালাইজ করার এ কাজটা আরো পরে হবে।