Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুশিয়ারা নদীতে গোসলে নেমে নারী নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ২১:০১

প্রতীকী ছবি।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে নেমে নিখোঁজ হয়েছেন এক নারী। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, নিখোঁজ নারীর নাম হাসিনা বেগম ওরফে বুলু আক্তার (২৫)। তিনি ওই গ্রামের আব্দুল হান্নানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বিকেলে বাড়ির পাশে কুশিয়ারা নদীতে গোসল করতে যায় হাসিনা বেগম। একপর্যায়ে তিনি গোসলের জন্য নদীতে ডুব দিলে আর ভেসে ওঠেননি। পরে বিষয়টি স্থানীয়রা বুঝতে পরে তাৎক্ষণিক নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করলেও তাকে আর পাওয়া যায়নি।

নিখোঁজ হাসিনা বেগমের বাবা আব্দুল হান্নান ওরফে কাছা মিয়া বলেন, ‘আমার মেয়ে মানসিক রোগে আক্রান্ত। মাঝে মধ্যে মৃগী রোগ দেখা দিত। আজ নদীতে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়েছে।’

বিজ্ঞাপন

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. হাফিজুর রহমান বলেন, রানীনগর গ্রামের পাশে কুশিয়ারা নদীতে গোসলে নেমে এক নারী নিখোঁজ হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাবে।

সারাবাংলা/জিজি