Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবু সাঈদ হত্যা মামলায় মঙ্গলবার সাক্ষ্য দেবেন হাসনাত আব্দুল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ২১:৫৭

শহিদ আবু সাঈদ ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

ঢাকা: ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্যানেলের সামনে সাক্ষ্য দেবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

সোমবার (৮ ডিসেম্বর) ট্রাইব্যুনালের প্রসিকিউশন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে গত ২৩ নভেম্বর এই মামলায় ২০ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শিক্ষার্থী সাজু রায়।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৬ জন গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন- এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। বাকি ২৪ আসামি পলাতক, যার মধ্যে সাবেক ভিসিও আছেন।

বিজ্ঞাপন

বেরোবির সমাবর্তন স্থগিত
৮ ডিসেম্বর ২০২৫ ২১:৪৪

আরো

সম্পর্কিত খবর