Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওবায়দুল কাদেরসহ ১৪ সাবেক সচিবের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ২২:০৫

ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে পুনর্বাসনের নামে অধিগ্রহণ করা জমি বেআইনিভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ফ্ল্যাট নির্মাণ ও দীর্ঘমেয়াদি লিজ দেওয়ার অভিযোগে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪ জন সাবেক সচিবের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৮ ডিসেম্বর) দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

মামলায় আসামি করা হয়েছে- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সেতু বিভাগের সাবেক সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব মো. নজরুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব কামাল উদ্দীন আহমদ, সাবেক বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব আব্দুল জলিল, পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. জাফর আহমেদ খান।

বিজ্ঞাপন

এছাড়া সাবেক সিএএজি ও সোনালী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ড. মোহাম্মদ মুসলিম চৌধুরী, সংসদবিষয়ক বিভাগের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সমন্বয়ক মিজ জুয়েনা আজিজ, রেলপথ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মোফাজ্জেল হোসেন, ইআরডির সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আযম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব আখতার হোসেন ভূঁইয়া এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাবেক সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আবু হেনা মো. রহমাতুল মুনিমকে আসামি করা হয়েছে।

দুদকের অভিযোগ, পুনর্বাসন সুবিধা নিশ্চিত করার পরিবর্তে অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে জমি বরাদ্দের মাধ্যমে ব্যক্তিগত সুবিধা নিয়েছেন এবং প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত করেছেন।

সারাবাংলা/টিএম/এসএস
বিজ্ঞাপন

বেরোবির সমাবর্তন স্থগিত
৮ ডিসেম্বর ২০২৫ ২১:৪৪

আরো

সম্পর্কিত খবর