Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাব্বির হত্যা মামলার আসামি চিংড়ি পলাশ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ২২:২১

সাব্বির হত্যা মামলার আসামি চিংড়ি পলাশ। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনার চাঞ্চল্যকর সাব্বির হত্যাসহ একাধিক মামলার আসামি চিংড়ি পলাশকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোরের একটি অভিযানিক দল।

রোববার (৭ ডিসেম্বর) কোতয়ালী মডেল থানার সাদেক দারোগার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (৮ ডিসেম্বর) গণমাধ্যমে র‌্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেফতার পলাশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা গোবরচাকা এলাকার বাসিন্দা সুলতান হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন যশোরে আত্মগোপনে ছিল।

র‌্যাব জানায়, রোববার রাতে র‌্যাব ৬-এর যশোরের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনার চাঞ্চল্যকর সাব্বির হত্যা মামলার অন্যতম আসামি যশোরের কোতয়ালী থানার সাদেক দারোগার মোড় এলাকায় অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

খুলনা র‌্যাব ৬-এর অধিনায়ক লে: কর্নেল নিস্টার আহমেদ বলেন, গ্রেফতার হওয়ার পর রাতে তাকে খুলনা আনা হয়। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে তাকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। সে খুলনার আলোচিত সাব্বির হত্যা মামলার অন্যতম আসামি। হত্যাকাণ্ডের ব্যাপারে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর