Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেরোবি ছাত্রসংসদ নির্বাচনে ১৩ পদে ৭৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ০০:৪৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। ছবি কোলাজ: সারাবাংলা

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন-২০২৫-এ মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। এতে মোট ১৩টি পদে ৭৪ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনার ড. প্রদীপ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়ার কার্যক্রম চলবে, যা প্রতিষ্ঠার ১৭ বছর পর প্রথমবারের এই গণতান্ত্রিক উৎসবে শিক্ষার্থীদের ব্যাপক উত্সাহের প্রতিফলন।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, কেন্দ্রীয় সংসদে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে সাত জন, জেনারেল সেক্রেটারি (জিএস) পদে নয় জন এবং অ্যাসিসট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে ১১ জন মনোনয়নপত্র তুলেছেন।

বিজ্ঞাপন

এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে ছয় জন, বিজ্ঞান-প্রযুক্তি-স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে পাঁচ জন, ক্যারিয়ার ও আন্তর্জাতিক সম্পাদক পদে পাঁচ জন, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক পদে আট জন, ক্রীড়া-সমাজসেবা সম্পাদক পদে পাঁচ জন, পরিবহণ সম্পাদক পদে চার জন, প্রকাশনা-গবেষণা সম্পাদক পদে তিন জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

কমিশনার ড. প্রদীপ কুমার সরকার বলেন, ‘মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। শিক্ষার্থীদের সাড়া অত্যন্ত সন্তোষজনক। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। আমরা সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, ‘নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া অত্যন্ত ইতিবাচক। গণতান্ত্রিক চর্চা বিকাশে ছাত্রসংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা বিশ্ববিদ্যালয়ের জন্য কার্যকর নেতৃত্ব দিতে পারবেন, তারাই যেন নির্বাচিত হন—এটাই আমাদের প্রত্যাশা।’

বেরোবির ছাত্রসংসদ নির্বাচন প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিনের দাবি। গত জুলাই-আগস্টের গণ-আন্দোলনের পর দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এখানেও নির্বাচনের পথ প্রশস্ত হয়। কিন্তু ভোটার তালিকার ত্রুটির কারণে ১ ডিসেম্বর নির্বাচন স্থগিত করা হয়। কয়েকবার সংশোধনের পর ৩ ডিসেম্বর সংশোধিত তালিকা প্রকাশ করা হয় এবং ৮ ডিসেম্বর মনোনয়ন বিতরণ সম্পন্ন হয়। কমিশন সূত্রে জানা গেছে, হল সংসদের নির্বাচনও একই সঙ্গে হবে, যেখানে প্রতি হলে ১৫টি পদ রয়েছে।

কমিশন জানিয়েছে, মনোনায়ন জমার পর ৯ ডিসেম্বর যাচাই-বাছাই, ১০ ডিসেম্বর প্রত্যাহারের শেষ দিন এবং ১১ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ভোট ২৪ ডিসেম্বর।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর